নূরানী তা’লীমুল কুরআন বোর্ড তৃতীয় শ্রেণি সনদ পরীক্ষার ফল প্রকাশ

302

হাটহাজারী প্রতিনিধি

নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে দেশব্যাপী নূরানী মাদ্রাসাগুলোর তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত রবিবার দুপুরে হাটহাজারী পৌরসভার রেলস্টেশস্থ বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন উক্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
বোর্ড সূত্রে জানা যায়, বোর্ডের অধীনে গত ৪ ডিসেম্বর সারদেশে একই তারিখ হতে ৮ ডিসেম্বর পর্যন্ত ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় সারাদেশ হতে ২ হাজার ২শ ২৬টি কেন্দ্রে ৭ হাজার ৫শ ৪০টি প্রতিষ্ঠানের সর্বমোট ৫ লাখ ১৪ হাজার ৫শ ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫ লাখ ১০ হাজার ৩২২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৭.৫৭%। জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭শ ৩২ জন। সর্বোচ্চ মেধা তালিকা ‘টপ-২০’ এ স্থান করে নিতে সক্ষম হয়েছে ১ হাজার ৩শ ৪৬ জন।
সারাদেশের শিক্ষার্থীরা কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল স্ব-স্ব প্রতিষ্ঠানের পাশাপাশি অনলাইনে বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ ফল দেখতে পারবে। কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোর্ডের চেয়ারম্যান ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহ্ইয়া।
বক্তব্য রাখেন বোর্ডের সহ-সভাপতি ও ফতেপুর মাদ্রাসার মহাপরিচালক মাহমুদুল হাসান, সহকারী অর্থসচিব মাওলানা ওসমান, পরীক্ষা নিয়ন্ত্রক মৌলানা মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা ইসমাইল, মাওলানা ইউনুস, সাংগঠনিক সচিব জমির উদ্দীন ও মওলানা ওসমান শাহ নগরী প্রমুখ। এর আগে মাওলানা কামরুল ইসলামের পরিচালনায় কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।