নাজিরহাট কলেজে বাংলা নববর্ষ উদ্যাপন

3

হাটহাজারী প্রতিনিধি

উত্তর চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী উপজেলাধীন নাজিরহাট কলেজে বিভিন্ন আনুষ্ঠানিকতায় বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। গত রবিবার কলেজের শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীদের সাথে নিয়ে উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির শুভ সূচনা করেন। এরপর উপাধ্যক্ষের সভাপতিত্বে এবং অধ্যাপক মোসফেকা চৌধুরী ও সুকান্ত নন্দীর সঞ্চালনায় শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ উদ্যাপনের গুরুত্ব এবং জাতীয় জীবনে এর ইতিবাচক প্রভাব বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অনোমদর্শী বড়ুয়া, গণিত বিভাগের প্রধান আবুল ফয়েজ মো. মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান এস এম কাউছার, মনোবিজ্ঞান বিভাগের প্রধান সাবেরা ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তপন কুমার নাথ।
এতে বক্তারা বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। জাতীয় উন্নতি ও সমৃদ্ধি অর্জনে বাঙালির পহেলা বৈশাখ উদ্যাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভ‚মিকা রাখে। যা কিছু পুরাতন স্মৃতি, ব্যর্থতা, গøানি, যা কিছু অসুন্দর ও অমানবিক বিষয়কে পেছনে ফেলে নববর্ষের নব আলোকে আমরা দেশ গড়ার উজ্জীবনী মন্ত্রে দীক্ষিত হই এই পহেলা বৈশাখে।
আলোচনা শেষে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।