নাইক্ষ্যংছড়ি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান

8

বান্দরবান প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ির বৈদ্যছড়ায় কুমির ছড়ায় অবৈধ ইটভাটা করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস। গত ৭ সেপ্টেম্বর অবৈধ ইটভাটার মালিক নুরুল ইসলাম মেম্বারকে মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। ইটভাটার জমির মালিক আশরাফ মিয়া জানান, তার নিজের ৫ কানি জমির উপর ইটভাটা করতে হলদিয়ার পালং এলাকার নুরুল ইসলাম প্রকাশ নুরু মেম্বার ভাড়া নেন। এটি বৈধ কি না অবৈধ তিনি জানেন না। তবে শুরুতেই প্রশাসন জরিমানা করলেন। অপরদিকে জরিমানা আদায়কারী নুরু মেম্বারের ছোটভাই শামশুল আলম জানান, তিনি মোবাইল কোর্টের নির্দেশ মোতাবেক ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন।