নবীনদের দক্ষ নাগরিক হিসেবে গতে তুলতে হবে

31

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন জ্ঞান-গবেষণায় সমৃদ্ধি অর্জনের মধ্য দিয়ে নিজেদের আলোকিত করার মাধ্যমে দেশ-জাতি তথা সারা বিশ্বকে আলোকিত করার প্রস্তুতি নেয়ার এখনই সময়। শিক্ষার্থীদেরকে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত থেকে দেশপ্রেম হৃদয়ে ধারণ করে দেশের ভবিষ্যত বিনির্মাণে নিজেদের সৎ-দক্ষ ও আলোকিত মানব সম্পদ হিসেবে তৈরি করতে হবে। গত ৩ মার্চ বেলা ১২ টায় চবি মাক্রোবায়োলজি বিভাগের নবীণ বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. নুুরল আনোয়ার ও চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। উপাচার্য তাঁর বক্তব্যে নবীণ শিক্ষার্থীদের জ্ঞান-গবেষণার সর্বোচ্চ পাদপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান। তিনি বলেন, মাক্রোবায়োলজি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গৌরবোজ্জ্বল বিভাগ যেখানে অত্যন্ত আধুনিক এবং বিজ্ঞানমনষ্ক মানব সম্পদ তৈরি করা হয়। চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে বিভিন্ন স্তরে রয়েছে এ বিভাগের শিক্ষার্থীদের ব্যাপ্তি। তিনি নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সময়ের প্রতি নিষ্ঠাবান হয়ে বিভাগের গুণী শিক্ষকদের সান্নিধ্যে থেকে পঠন-পাঠনে অধিকতর মনোযোগী হয়ে আধুনিক ও প্রযুক্তি নির্ভর গুণগত শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বিশ্বকে জয় করার যোগ্যতা অর্জন করতে হবে। চবি মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জোবাইদুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ আবুল মনছুর। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন আয়েশা মোশাররফ। পরে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। খবর বিজ্ঞপ্তির