নওফেলের সমর্থনে কাজীর দেউড়ি এলাকায় গণসংযোগ

42

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে সকল কর্মকান্ড সফলতা এনে দিয়েছে তার মধ্যে জানুয়ারির ১ তারিখ কোমলমতি শিশুদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া, বাংলাদেশকে ২৪ ঘণ্টায় শতকরা ৯৩ শতাংশ বিদ্যুতের আওতায় আনা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষাবৃত্তি, নারীর ক্ষমতায়ন, বাস্তহারাদের গৃহ নির্মাণ সহ সামাজিক কর্মসূচীগুলো সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমনকি যাতায়াত ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি, মৎস্য প্রকল্পেও ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। অন্যদিকে প্রয়াত নেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী দীর্ঘ ৫০টি বছর বৃহত্তর চট্টগ্রামের জন্য গণমানুষের সুখ-দুঃখের সাথে নিজেকে সফলতার সহিত সম্পৃক্ত রেখেছিল। এই ধারাবাহিকতা রক্ষা করতে তাঁরই সুযোগ্য পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে চট্টগ্রাম-৯ আসনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রার্থী করেছেন। কেননা নওফেল যেমন উচ্চ শিক্ষিত, কর্মোদ্যমী তেমনি একজন ক্লিন ইমেজের তরুণ। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ভোট দেওয়ার আহবান জানিয়ে ১৫নং বাগমনিরাম ওয়ার্ডস্থ কাজির দেউরী বাজার, কাজির দেউরী ২নং গলি, পেয়ার মোহাম্মদ কলোনী, ঝুমুর কলোনী, গণি কলোনী, ব্যাটারী গলি বাজারসমূহ এলাকায় ডোর টু ডোর গণসংযোগ করতে গিয়ে চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক, মো.রকি, মো.রুবেল, মনির হোসেন, শাহিন আলম, এনামুল হক, অভিজিৎ ভৌমিক, নাজমুল হোসেন, মো.রাসেল, মো.সোহেল, সালাম উদ্দিন সজীব, দূর্জয় দাশ, অনিক দাশ প্রমুখ। খবর বিজ্ঞপ্তির