ধলঘাট চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

38

গাছ কাটার অভিযোগে পটিয়া উপজেলার ধলঘাট চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রাণতোষ বসাক নামের এক কৃষকের বিভিন্ন প্রজাতির গাছ কর্তনের এ অভিযোগ করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে প্রতিপক্ষ অর্জুন বসাক, শিমু বসাক, অরুন বসাক, মিন্টু বসাকসহ অন্যান্য আসামিরা মিলে সেগুন, মেহগনি, সুপারিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয়। ঘটনার পর চট্টগ্রাম জজ আদালতের আইনজীবি মোহাম্মদ আক্তার হোসেন ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষকে একটি আইনগত নোটিশ প্রদান করেন। পরবর্তীতে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (দক্ষিণ) আদালতে একটি মিছ মামলা করেন। জানা যায়, উপজেলার ধলঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা কৃষক প্রাণতোষ বসাকের সঙ্গে একই এলাকার অর্জুন বসাকগংদের সঙ্গে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। অর্জুন বসাক স্থানীয় ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুনকে ব্যবহার করে গ্রাম পুলিশ দিয়ে কৃষকের জায়গা দখল করার পায়তারা করছে। ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ বিকাশ দাশ, ৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশ কৃষ্ণ চক্রবর্তী, ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সুধীর বড়ুয়া, ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মাহবুবুল আলম চৌধুরী ও ৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ দিলীপ সেন উপস্থিত থেকে কৃষকের জায়গায় জোরপূর্বক খুঁটি স্থাপন করেন এবং বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করেন। এ প্রেক্ষিতে কৃষক বাদী হয়ে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারায় একটি মামলা করেন। কৃষক প্রাণতোষ বসাক জানিয়েছেন, প্রতিপক্ষ অর্জুন বসাক ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছেন। ধলঘাট ইউনিয়নের চেয়ারম্যান পক্ষপাতিত্ব করে গ্রাম পুলিশ দিয়ে তাদের দখলীয় জায়গা জোরপূর্বক দখল করার পায়তারা করছে। এতে বাধা দিতে গিয়ে কৃষকের স্ত্রী কৃষ্ণা বসাকে মারধরও করা হয়েছে। প্রতিপক্ষ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি প্রদান করেন। ধলঘাট ইউনিয়নের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন জানিয়েছেন, জায়গা নিয়ে প্রাণতোষ বসাকের সঙ্গে একই এলাকার অরুন ও অর্জুন বসাকের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধ গ্রাম আদালতে পর্যন্ত গড়ায়। গ্রাম আদালতের সিদ্ধান্ত প্রানতোষ বসাক মেনেনি। তবে শুনেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিছ মামলা করেছেন।