দ্বিতীয় মেয়াদে জুনিয়র চেম্বার সভাপতি এলিট

41

 

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নির্বাচনে দ্বিতীয়বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ নিয়াজ মোর্শেদ এলিট। ২৪ ডিসেম্বর রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আন্তর্জাতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের বাংলাদেশ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সর্বসম্মতিতে এলিটকে ২০২২ সালের জন্য পুনরায় সভাপতি হিসেবে মনোনীত করা হয়। কার্যনিবাহী কমিটি গঠনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি সারা খান। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মুর্শেদ এলিট বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কামিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি নিউজ পোর্টাল সিভয়েস২৪ডটকম এর সম্পাদক। নিয়াজ মোর্শেদ এলিট বলেন, জেসিআই বাংলাদেশের ভোটাররা আমার প্রতি পুনরায় আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের নীতি আদর্শের প্রতি অবিচল থেকে সাংগঠনিক কাজ করে যেতে চাই।
পাশাপাশি দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চাই। বিজ্ঞপ্তি