দৈনিক পূর্বদেশ তারুণ্যে জাগরণের প্রতীক

22

আলতাফ হোসেন হৃদয় খান

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পাঠকনন্দিত, চট্টগ্রামের বহুল প্রচলিত দৈনিক পূর্বদেশ নিরলস প্রচেষ্টায় সাফল্যের মধ্য দিয়ে একাদশ বছরে পদার্পণ করেছে। বাঙালি জাতির গৌরব ও বিজয়ের মাস ডিসেম্বরে সংবাদপত্র জগতে প্রবেশ হতে পারা গর্ব ও অহংকারের। দৈনিক পূর্বদেশ তাঁর নিজস্ব স্বকীয়তা বজায় রেখে সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অনাবদ্য। চট্টগ্রামের জনমানুষের পাওয়া না পাওয়ার কথা ও সম্ভাবনাময়ী এবং সাফল্যের প্রতিবেদন’র মাধ্যমে দিন দিন জনপ্রিয়তা অর্জনে আলোকিত মানুষ মাস্টার নজির আহমদের অনাবদ্য মেধা ও শ্রমের অনন্য বিকাশ দৈনিক পূর্বদেশ। গণমানুষের প্রশংসায় পঞ্চমুখ পত্রিকাটি পাঠকপ্রিয়তার পাশাপাশি নতুন নতুন লেখকদের লেখার সুযোগ (পাঠক কর্ণার) দিয়ে অনেক মেধাবী লেখক সৃষ্টি করে আসছে। বিশেষ করে দৈনিক পূর্বদেশ সামাজিক নানা কর্মকান্ডে অংশগ্রহণ করে অগ্রণী ভূমিকাও পালন করেছে।
পাঠকদের মনে জায়গা করতে পত্রিকাটি বিনোদন, বিশ্লেষনপূর্ণ লেখা, সাহিত্য, খেলাধুলা ও পড়ালেখার পাতাসহ সমাজের নানা অসংহতি তুলে ধরেন। বিশেষ করে প্রাচ্যের রানী, বীর প্রসবিনী, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়ন, অগ্রগতি, সুফল ও জনদুর্ভোগের কথা নিরলস ভাবে জনসম্মুখে সহজলভ্য ভাষায় প্রকাশ করে দিন দিন পাঠক সমাদৃত হচ্ছে। পূর্বদেশ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা- কর্মচারীর অক্লান্ত পরিশ্রমের ফসলে এবং লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের নিরন্তর ভালোবাসায় দৈনিক পূর্বদেশ তার নীতি-স্বকীয়তায় অবিচল হয়ে জনমানুষের মাঝে টিকে থাকুক যুগের পর যুগ সেই প্রত্যাশা কামনা করি। দৈনিক পূর্বদেশের সার্বিক সফলতা কামনা পূর্বক পূর্বদেশের একাদশ বছরে পদার্পণ উপলক্ষ্যে চট্টগ্রামবাসীসহ দেশবাসী সকলের প্রতি অনাবিল শুভেচ্ছা ও ভালোবাসা রইল।