দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে

5

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেছে, বীরকন্যা প্রীতিলতাসহ বিপ্লবীদের রক্তের ধারাবাহিকতায় এসেছে বাংলার স্বাধীনতা। বিপ্লবীদের যোগ্য উত্তরসূরি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ প্রেমের অনন্য নজির স্থাপন করেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো কিন আমরা জানি না। তিনি আজকের প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহবান জানান। পটিয়ার ধলঘাটে প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে গত ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক বেনু কুমার দে। এ উপলক্ষে প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক ও ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ। মাস্টার প্রবোদ রায় চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রীতিলতা ট্রাস্টের ট্রাস্টি বিশ্বজিৎ দেব, মুক্তধারা টেকনোলজির সিইও পার্থ প্রতীম দাশ, অধ্যাপক সুজিত বরণ চৌধুরী, শিক্ষক রঘুনাথ চক্রবর্তী, গৌতম চৌধুরী, শিক্ষিকা কৃঞ্চা চক্রবর্তী, রূপক চক্রবর্তী, জহরলাল দত্ত, রটন্তী চক্রবর্তী, সুকান্ত নাথ, শুভ নন্দী, মঞ্জুশ্রী রায়, শিপ্রা দে, সুলতানা রাজিয়া, শুল্কা চৌধুরী প্রমুখ। সভা শেষে লায়ন্স ক্লাব অব চিটাগং কসমোপলিটনের সৌজন্যে পাওয়া শতাধিক ফলদ ও ঔষধী গাছের চারা শিশুদের মাঝে বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি