দেশের কে জি স্কুলগুলোর প্রণোদনার আবেদন

80

মাননীয় প্রধানমন্ত্রী, দেশের সকল কে.জি. স্কুলের পরিচালক ও ১৫ লক্ষ শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে আপনাকে সালাম ও অভিনন্দন জানাই। আপনিই বাংলাদেশের একমাত্র অভিভাবক। মা হলেও আপনি, বাবা হলেও আপনি। আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে ১৭ কোটি ৮৫ লক্ষ মানুষের দায়-দায়িত্ব নিয়েছেন, দেশের কে.জি. স্কুলের ১৫ লক্ষ শিক্ষক-শিক্ষিক ও কর্মচারীরা আশ্বস্ত হতে পারিনি। অথচ এই ১৫ লক্ষ শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা এক কোটির অধিক শিশুর শিক্ষাদানে নিয়োজিত। এই শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা সামান্য পারিশ্রমিক সম্মান নিয়ে কোনরকম জীবনযাপন করছেন। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে অবদান, কে.জি. স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদান তার চেয়ে কম নয়।
তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন, যতদিন পর্যন্ত দেশের অবস্থা স্বাভাবিক হবে না ততদিন পর্যন্ত শিক্ষক-শিক্ষিক ও কর্মচারীদের আলোচনার প্রেক্ষিতে প্রণোদনা / সম্মানি দিয়ে স-সম্মানে বাঁচিয়ে প্রেরণা যোগাবেন।
লায়ন মোহাম্মদ দিদারুল ইসলাম
চেয়ারম্যান
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ