দৃষ্টির আয়োজনে ‘কবিতায় বর্ষা’ অনুষ্ঠান আজ

40

রূপ বৈচিত্রে বর্ষা অতুলনীয়। বর্ষাকাল বাঙালি জাতির প্রাণের ঋতু। ভালবাসার সিক্ত স্পর্শে আরও বেশী সজীব-প্রাণবন্ত। বর্ষা মানব মনে সঞ্চার করে অনন্ত বিরহ-বেদনা-সুখ। মনকে উদ্ভাসিত করে অনন্ত সৌন্দর্যলোকে। বর্ষার এক প্রান্তে সৃষ্টি-সৃজনের প্রাচুর্য আর অন্য প্রান্তে ধ্বংসের প্রলয় তান্ডব। এক চোখে অশ্রু, অন্য চোখে হাসি। বর্ষা চির আদরের ঋতু, কখনো কখনো বেদনার। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পার হয়ে আধুনিক যুগ পর্যন্ত বহু কবি বর্ষা নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কবিতা লিখেছেন। এই বর্ষা নিয়ে দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত আবৃত্তি আযোজন ‘কবিতায় বর্ষা’ আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অতিথি থাকবেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী। আবৃত্তি করবেন মিলি চৌধুরী, বনকুসুম বড়ুয়া নুপুর, আদনান মান্নান ও প্রিয়ম দাশ। উপস্থাপনায় সাবের শাহ। মাসুদ বকুলের গ্রন্থনা, পরিকল্পনায় ও সাইফ চৌধুরীর নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে ভারতীয় সহকারী হাই কমিশন, চট্টগ্রাম ও বারকোড ক্যাফে গ্রæপ। বিজ্ঞপ্তি