দুই লেখকের ‘গল্প নামে চট্টগ্রামে’

17

 

জনপ্রিয় লেখক কিঙ্কর আহ্সান এবং আবদুল্লাহ আল ইমরান ‘গল্প নামে চট্টগ্রামে’ শীর্ষক লেখক-পাঠক আড্ডায় যোগ দিতে চট্টগ্রামে এসেছেন।
আজ শনিবার সকাল সাড়ে দশটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই আড্ডা অনুষ্ঠিত হবে। যৌথভাবে এর আয়োজক অন্বেষা, শিখা এবং জ্ঞানকোষ প্রকাশনী।
সার্বিক সহযোগিতা করছে অনলাইন বুকশপ রকমারি ডট কম এবং বুক এক্সপ্রেস।
আয়োজকরা জানান, বইপড়ার অভ্যাস বৃদ্ধিতে সহায়ক নানা কার্যক্রমের অংশ হিসেবে এই সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছে। আড্ডায় পাঠকেরা তাদের পছন্দের লেখকের সঙ্গে গল্প করার সুযোগ পাবেন। অনুষ্ঠানে পাঠকের নির্বাচিত প্রশ্নের জবাব দেবেন দুই লেখক।
সেরা প্রশ্নকারী এবং উপস্থিত দর্শকদের জন্য পুরস্কার হিসেবে থাকছে পঁচিশ হাজার টাকা মূল্যমানের বই। লেখক নাহিদ আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানের নানা পর্বে বক্তব্য দেবেন কবি ওমর কায়সার, কবি ও রাসেল রায়হান, কবি হাসনাত সৌরভ, মিস বাংলাদেশ রাফা নানজীবা তোরসা, লেখক মো. সিরাজুল ইসলাম এএফসি, প্রকাশক কাজী নাফিস ইসলাম, আবদুল ওয়াসি তরফদার, উদ্যোক্তা তাহির আলী প্রমুখ। বিজ্ঞপ্তি