দি চিটাগং ট্রাস্টের সভা অনুষ্ঠিত

2

 

দি চিটাগং ট্রাস্ট-বাংলাদেশ (সিটিবি) এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গতকাল ২৮ মে নগরীর ফিরিঙ্গী বাজারস্থ সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের নবনির্বাচিত চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক। ট্রাস্টের মহাসচিব মাভৈ. তারানাথ চক্রবর্ত্তীর সঞ্চালনায় শুরুতে গীতা থেকে পাঠ করেন অধ্যক্ষ অনুপ চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন নারায়ন চন্দ্র মজুমদার, অধ্যক্ষ জনার্দ্দন বণিক, অ্যাড. নিরঞ্জন কুমার চৌধুরী, ব্যাংকার নারায়ন কান্তি দাশ, জিকু দত্ত, রাজীব দে শম্ভু, অধ্যক্ষ অনুপ চক্রবত্তী, ডা. অপূর্ব ধর ও বিভাষ দাশ। সভায় ২০২২-২০২৫ সালের জন্য ৫১ সদস্য বিশিষ্ট ট্রাস্টের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা হলেন : চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক, সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ জনার্দ্দন বণিক, অ্যাড. নিরঞ্জন কুমার চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, অ্যাড. যদুনাথ চৌধুরী, দোলন কান্তি দাশ, অধ্যাপক মৃনাল কান্তি বণিক, মহাসচিব মাভৈ. তারানাথ চক্রবর্ত্তী, যুগ্ম মহাসচিব জগদীশ মল্লিক, প্রদীপ দাশ পরাগ, সৈকত ভট্টাচার্য, সহ-মহাসচিব প্রবাল দে, দেবব্রত শীল বাসু, কমল দাশ শিমুল, সাংগঠনিক সচিব জিকু দত্ত, সহ-সাংগঠনিক সচিব রিংকু বিশ^াস, কাজল পালিত, অর্থ সচিব রাজীব দে শম্ভু, সহ-অর্থ সচিব নারায়ন দত্ত সুমন, শিক্ষা সচিব অধ্যক্ষ অনুপ চক্রবর্ত্তী, সহ-শিক্ষা সচিব যুবরাজ মল্লিক, প্রচার সচিব শ্যামল দেব, সহ-প্রচার সচিব রিষু দত্ত, আইন সচিব বিভাষ দাশ, সাংস্কৃতিক সচিব অনজন কুমার দাশ, সহ-সাংস্কৃতিক সচিব ফাল্গুনী চৌধুরী, সমাজকল্যাণ সচিব তাপস কান্তি তালুকদার, সহ-সমাজকল্যাণ সচিব ডা. বিবরণ দাশ, ধর্ম বিষয়ক সচিব রতন কান্তি দে, সহ-ধর্ম বিষয়ক সচিব দুর্জয় দেব, মহিলা বিষয়ক সচিব চম্পা নন্দী, সহ-মহিলা বিষয়ক সচিব সুমী দাশ, প্রকাশনা সচিব কিংশুক পাল, সহ-প্রকাশনা সচিব সৈকত দে, স্বাস্থ্য সচিব রানা দাশ, সহ-স্বাস্থ্য বিষয়ক সচিব ডা. অপূর্ব ধর, দুর্যোগ ও ত্রাণ সচিব নোভেল কিশোর চৌধুরী, সহ-দুর্যোগ ও ত্রাণ সচিব জিকু দে, আর্ন্তজার্তিক সচিব হিরু চৌধুরী, সহ-আর্ন্তজার্তিক সচিব দীপ্ত মল্লিক রাজ, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব শুভাশীষ ঘোষ, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সচিব সঞ্চয়ন চক্রবত্তী, মানবসম্পদ বিষয়ক সচিব উজ্জ্বল সেন, অ্যাপায়ন সচিব তপন কান্তি ধর, সহ-অ্যাপায়ন সচিব প্রান্ত দেওয়ানজী, দপ্তর সচিব দুর্জয় বিশ্বাস, সহ-দপ্তর সচিব নয়ন ভৌমিক হিমু, বিবাহ সচিব সজল দাশ, সহ-বিবাহ সচিব রাতুল দাশ, নির্বাহী সদস্য ডা. নারায়ন চন্দ্র মজুমদার ও ব্যাংকার নারায়ন কান্তি দাশ। এছাড়াও সভায় আগামী ১৯ জুন বিশ্ব বাবা দিবস পালন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। বিজ্ঞপ্তি