দানবীর মৃদুল কান্তি দে’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

185

জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আশালতা কলেজের প্রতিষ্ঠাতা দানবীর মৃদুল কান্তি দে’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী গত ১৪ জুলাই মঙ্গলবার সীমিত পরিসরে পালিত হয়। এ উপলক্ষে আশালতা কলেজের উদ্যোগে মৃদুল কান্তি দে’র সমাধিতে পুস্পস্তবক অর্পন ও স্মরণ সভা “স্মৃতি তর্পন” অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অধ্যক্ষ জনার্দ্দন কুমার বনিক। অতিথি ছিলেন দানবীর আত্মজ প্রবাল কান্তি দে, কলেজ পরিচালনা পরিষদের বিদ্যেৎসাহী সদস্য দুলাল কান্তি বড়ুয়া ও অভিভাবক সদস্য প্রদীপ বড়ুয়া। কলেজের অধ্যক্ষ জনার্দ্দন কুমার বনিক বলেন, দানবীর মৃদুল কান্তি দে তার সৃষ্টিকর্মের মাধ্যমে যুগের পর যুগ বেচে থাকবেন। এসব ক্ষণজন্মা ব্যাক্তিগণই আমাদের চলার পথে স্মরণীয়। প্রভাষক রাজীব বড়ুয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন স্মরণ মহোৎসব উদযাপন কমিটির পক্ষে চন্দন বিশ্বাস, মতিলাল চক্রবর্তী। এদিকে দানবীর মৃদুল কান্তি দে সুহৃদ সংঘের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কান্তি বিশ্বাসের নেতৃত্বে দেবব্রত দে দেবু, অজয় বনিক ও রতন আচার্য ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতি তর্পনে সামাজিক দুরত্ব মেনে কলেজের অধ্যাপক মন্ডলী, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, কলেজের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং আশালতা কুঞ্জ স্মরণ মহোৎসব উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।