দক্ষিণ জেলা পূজা পরিষদের সভা

17

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার বার্ষিক সাধারণ সভা গত ১৮ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ রঞ্জন দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব ও যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভবশংকর ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ও পরিষদের প্রাক্তন সভাপতি ড. বিপ্লব গাঙ্গুলী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নটু কুমার ঘোষ। বক্তব্য রাখেন পরিষদের প্রাক্তন সভাপতি শিল্পপতি বাবুল ঘোষ বাবুন, প্রাক্তন সাধারণ সম্পাদক অরূপ রতন চক্রবর্তী, জিতেন কান্তি গুহ, প্রণব দাশগুপ্ত, তাপস কুমার দে, পরিমল দেব, ডা. কাজল কান্তি বৈদ্য, পরিমল দত্ত, প্রকৌশলী রঘুনাথ চৌধুরী, হারাধন দাশ, লিপটন দেবনাথ লিপু (চট্টগ্রাম উত্তর জেলা) প্রিয়তোষ ঘোষ রতন (চট্টগ্রাম মহানগর), আশীষ মিত্র, নরেশ দেব, রুবেল কুমার শীল, নূপুর দাশ প্রবীর, শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, দীলিপ ঘোষ দিপু, সনজিব চক্রবর্তী টিংকু, রেখা দাশ, যাদব সর্দ্দার, রাজীব সেন, ডা. আর.কে দাশ রুবেল (বাঁশখালী), অলক কুমার দে, আশীষ দেব (চন্দনাইশ), অধ্যাপক যদু রঞ্জন চৌধুরী, ঝুলন দত্ত (পটিয়া), রাজু ধর রাজ, রনি দাশ (লোহাগাড়া), অধীর দে, লিটু চৌধুরী (বোয়ালখালী), বিপ্লব দাশ, চন্দন দাশ (সাতকানিয়া), কান্তি লাল ভট্টাচার্য্য, প্রদীপ কুমার দে, বাবুল শীল, কাজল চৌধুরী, উত্তম কুমার দে, শুক্লা চৌধুরী, সুজিত ধর, দিবাকর চৌধুরী, দুলাল বিশ্বাস, তিমির বরণ সুশীল, রুমা নাথ, দিলীপ দাশগুপ্ত, সুনীল কুমার দাশ, কাঞ্চন নাথ মাস্টার, অনুপম সেনগুপ্ত, দীপ্তি বিশ্বাস, লিটন দে, টিটু ধর প্রমুখ। সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসবে দক্ষিণ চট্টগ্রামের পূজামÐপগুলোতে সাত্তি¡কতায় পূজা উদ্যাপনের আহŸান জানান। বিজ্ঞপ্তি