ড. শিরীণ আখতার বেগম রোকেয়া পদকে ভূষিত

94

নারী শিক্ষায় অবদান, নারীর উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর ‘বেগম রোকেয়া পদক-২০২০’ এর জন্য মনোনীত হলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট কথা সাহিত্যিক কলামিস্ট প্রফেসর ড. শিরীণ আখতার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তাকে এ মনোনয়ন প্রদান করে। প্রফেসর ড. শিরীণ আখতার এ পদকের জন্য মনোনীত হওয়ায় পরম করুণাময় সৃষ্টিকর্তার দরবারে অশেষ শুকরিয়া আদায় করেন। এ রাষ্ট্রীয় পদকের জন্য তাঁকে মনোনীত করায় উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একইসাথে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী ৯ ডিসেম্বর সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে তাঁকে এ পদক প্রদান করা হবে। বিজ্ঞপ্তি