ড. উপানন্দ মহাথেরো সংবর্ধিত

19

নগরীর কাতালগঞ্জস্থ নবপণ্ডিত বিহার মিলনায়তনে বাঁশখালীর জলদী ধর্মরত্ন বিহারের কঠিন চীবর দান উদযাপন পরিষদ-২০২২ নেতৃবৃন্দ গত ১৫ অক্টোবর বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সহাসভার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ ভিক্ষু মহাসভা যুব এর প্রতিষ্ঠাতা সভাপতি, বুদ্ধাংকুর বিহার ও বিদর্শন কেন্দ্রের প্রতিষ্ঠাতা-পরিচালক, পটিয়াস্থ খলিল-মির ডিগ্রি কলেজের অধ্যাপক, নগরীর নবপণ্ডিত বিহারের বিহারাধিপতি ধর্মদূত অধ্যাপক উপানন্দ মহাথেরো পিএইচডি ডিগ্রি অর্জন করায় সংবর্ধিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন মৃদুল বড়ুয়া, সাংবাদিক সুপলাল বড়ুয়া, শিক্ষক অর্পন বড়ুয়া, রতনানন্দ ভিক্ষু, সংঘপ্রিয় ভিক্ষু, মহানন্দ ভিক্ষু, শোভানন্দ ভিক্ষু, টিটুরাজ বড়ুয়া, বিটুরাজ বড়ুয়া, প্রিয়জয় বড়ুয়া প্রমুখ।
গত ১৪ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেট সভায় ‘পালি উদাং গ্রন্থে বিধৃত বৌদ্ধধর্মের মৌলিক তত্ত¡ : একটি সমীক্ষা’ বিষয়ে পালি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. দিপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়ার সুপারভিশনে এই থিসিসের উপর দীর্ঘ গবেষণায় জমা দেয়ার পর অনুমোদন করেন। এ অর্জনে অধ্যাপক উপানন্দ মহাথেরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার সকল স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। অধ্যাপক উপানন্দ মহাথেরো বাঁশখালী জলদীর ধনঞ্জয় বড়ুয়া ও ফনিবালা বড়ুয়ার ২য় সন্তান। বিজ্ঞপ্তি