ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন

18

 

ডেঙ্গুজ্বর ভাইরাসজনিত একটি রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ভাইরাসটি মানবদেহে প্রবেশ করে। বর্ষা আর গরমের সময় ডেঙ্গু বেশি হয়। এ বছর বর্ষার শুরু থেকেই অনেক বেশি বৃষ্টি এবং বর্তমানে প্রচÐ গরম পড়াতে ডেঙ্গুও বেশি হচ্ছে। ভাইরাসজনিত এ রোগ প্রতিরোধে সচেতনতাই বেশি প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে প্রধান কাজ হলো এডিস মশার বিস্তার বন্ধ করা। এডিস মশার বিস্তার বন্ধ করতে হলে এদের ডিম পাড়া বন্ধ করতে হবে। এডিস মশা পরিষ্কার পানিতে ডিম পাড়তে পছন্দ করে। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা ডিম পাড়তে পাড়ে এমন স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে। বাড়ির আশেপাশে ঝোপঝাড় থাকলে সেগুলো পরিষ্কার করতে হবে। এডিস মশা স্বচ্ছ পানিতে ডিম পাড়ে। এজন্য ফুলদানি, এসি, ফ্রিজ এবং পরিত্যক্ত টায়ারে জমে থাকা পানি চার-পাঁচ দিনের মধ্যে পরিষ্কার করা বাঞ্ছনীয়। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। দিনে এবং রাতে মশারি টানিয়ে ঘুমাতে হবে, প্রয়োজনে কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করতে হবে। বাচ্চাদের হাফ প্যান্ট না পরিয়ে ফুল প্যান্ট পরাতে হবে। আমাদের সবাইকে সচেতন হতে হবে। কেননা সচেতনতা দিয়েই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।
সঞ্জয় চক্রবর্তী
চকবাজার, চট্টগ্রাম।