জেএম সেন হলের স্মৃতি রক্ষা না করলে পদত্যাগের ঘোষণা

5

 

নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা জেএম (যাত্রামোহন) সেন হল রক্ষা ও সংস্কারের দাবিতে জে এম সেন হল রক্ষা ও উন্নয়ন আন্দোলন-এর ব্যানারে জে এম সেন হল মিলনায়তনে গতকাল রবিবার মতবিনিময় সভা করেছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের প্রসিকিউটর এডভোকেট রানা দাশগুপ্ত। সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী হরেন্দ্র চক্রবর্ত্তীর বংশধর অশোক চক্রবর্ত্তী।
মতবিমিয় সভায় রানা দাশগুপ্ত বলেন, ঐতিহাসিক ও আন্তর্জাতিকভাবে পরিচিত নগরীর জেএমসেন হল আজ সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নানামুখী আলোচনা করেও ইতিবাচক কোনও পরিকল্পনা ও পদেক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না। অথচ এটি বিপ্লবীদের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থাপনা। এই স্থাপনা রক্ষা ও সংস্কারে বর্তমান কমিটি যদি আগামী ২৫ মার্চের মধ্যে কোনও উদ্যোগ গ্রহণ না করে তবে আমি কমিটি থেকে পদত্যাগ করব এবং পরবর্তী করণীয় নির্ধারণের বিষয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করব। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এডভোকেট রাজীব দাশ, শিমুল মজুমদার, প্রকৌশলী শুভ্র দেব কর, প্রকৌশলী রাজীব দাশ, ডা. সজীব তালুকদার, বিশ্বজিৎ সরকার, ডা. সন্তোষ দে, কাঞ্চন আচার্য্য, প্রকৌশলী উত্তম দে, জয়দীপ দে, পূরবী দাস, ও বিপ্লবী তাাকেশ্বর দস্তিদার স্মৃতি সংসদের কর্মকর্তা সিঞ্চন ভৌমিক, বাপ্পী দেব বর্মণ প্রমুখ। বিজ্ঞপ্তি