জমে উঠছে রাঙামাটি জেলা বিএনপির উপনির্বাচন

11

রাঙামাটি প্রতিনিধি

জমে উঠছে রাঙামাটিজেলা বিএনপির উপনির্বাচন। দলটির মাঝে জমছে প্রার্থীদের প্রচার প্রচারণা। জেলা বিএনপির এ উপনির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে ভোট হবে আগামী ৯ জুন। দলীয় সূত্র জানা যায়, গত ২১ এপ্রিল জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মারা গেলে পদটি শূন্য হয়ে যায়। আর দীপন তালুকদার দীপু সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করে সভাপতি প্রার্থী হওয়ায় সাধারণ সম্পাদকের পদও শূন্য হয়। ফলে কাউন্সিলরদের সরাসরি ভোটে উপনির্বাচন দিয়ে এ দুটি শূন্যপদ পূরণ করা হচ্ছে। এদিকে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন তিনজন। তারা হলেন সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্তমান ধর্মবিষয়ক সম্পাদক এড. দীপেন দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো এবং সাবেক সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু। সাধারণ সম্পাদক পদেও প্রার্থী তিনজন। তারা হলেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির এবং সাবেক সহদপ্তর সম্পাদক শ্বাশত চাকমা রিংকু। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৪ জুন বিকাল ৪ টা পর্যন্ত। এতে একাধিক প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে বলে জানায় দলীয় সূত্র।
উপনির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো আবু নাছির বলেন, ১ জুন শেষ দিন পর্যন্ত সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা বিএনপির এ উপনির্বাচনে কাউন্সিলর সংখ্যা ১৫১ জন। এদিকে কাউন্সিলদের সমর্থন আদায়ে দলের মাঝে ব্যাপক তৎপরতা শুরু করেছেন প্রার্থীরা। কাকে ভোট দিবেন তা নিয়ে চুলচেড়া বিশ্লেষণ করছেন কাউন্সিলরসহ দলীয় নেতাকর্মীরা। নির্বাচন ঘিরে দলের ভেতরে বাইরে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। সব মিলিয়ে জমে উঠছে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে।