জনশুমারির সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণ

11

দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ি দীঘিনালায় জনশুমারি ও গৃহগলনা ২০২২ উপলক্ষে সুপারভাইজার ও গণনাকারীদের ৪ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গত ১২ জুন উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে হলরুমে জনশুমারি ও গৃহগলনা ২০২২ উপলক্ষে ১ম ও ২য় ব্যাচ সুপারভাইজার ও গণনাকারীদের ৪ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে দায়িত্ব পালন করেন উপজেলা পরিসংখ্যান সমস্বয়কারী ধর্ম জ্যোতি চাকমা, জোনাল অফিসার ও প্রশিক্ষক মো. দিদার ও আইসিটি সুপারভাইজার পপুলার চাকমা প্রমুখ।
দীঘিনলা উপজেলার ৫টি ইউনিয়নের ৫ জন জোনাল অফিসার, ৫ জন আইসিটি সুপারভাইজার, ৪৯ জন সুপারভাইজার ও ২ শত ৮৬ জন গণনাকারী দায়িত্ব পালন করবেন। আগামী ১৪জুন রাত ১২টা হতে ভোর ৬টা পর্যন্ত সময়টাকে শুমারি রাত নির্বাচন করে ১৫-২১ জুন পর্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গণনাকারীগন ডিজিটাল পদ্ধতিতে ট্যাবের মাধ্যেমে জনশুমারি ও গৃহগণনার তথ্য সংগ্রহ কাজ করবে।