ছাত্রছাত্রীরা দেশ ও জাতির ভবিষ্যৎ

9

 

ছাত্র-ছাত্রীদের আদর্শ ছাত্রজীবন গড়তে হবে। তাদের চেতনায় থাকবে মনুষ্যত্ববোধের দীক্ষা, মন মানসিকতা হতে হবে সুন্দর। কর্মে প্রতিফলিত হবে দেশ, জাতির কল্যাণ ও গঠনমূলক গবেষণা। আদর্শ ছাত্র-ছাত্রীরা দেশ ও জাতির আগামী দিনের ভবিষ্যৎ। গত ১ ও ২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার দু’দিনব্যাপী রাউজান মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। প্রথম দিনের অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন- রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, বিদ্যালয় পরিচালনা পরিষদের নির্বাহী সদস্য আহম্মদ বশর। স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন বড়–য়ার সভাপতিত্বে সিনিয়র শিক্ষক শেখর ঘোষের সঞ্চালনায় আরো অতিথি ছিলেন প্রধান শিক্ষক প্রীতি বড়–য়া, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য প্রণব দাশগুপ্ত ও মো. তারেক। স্বাগত বক্তব্য রাখেন সহ-প্রধান শিক্ষিকা মিস নাসরিন আকতার। স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত দ্বিতীয় দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাশিস চট্টগ্রাম আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন। উদ্বোধক ছিলেন বাশিস রাউজান দক্ষিণ উপজেলা শাখার সভাপতি অমল চন্দ্র দাস।
মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাশিস রাউজান দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জানে আলম, কোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত। সঞ্চালনায় ছিলেন প্রদীপ ভট্টাচার্য, স্বাগত বক্তব্য রাখেন অরুপ দাশ। বক্তব্য রাখেন ওমর ফারুক প্রমুখ। এতে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের হাতের বানানো বিভিন্ন রকমের পিঠা, কর্ণফুলী হাউজ, হালদা হাউজ, ইছামতি হাউজ ও শঙ্খ হাউজ স্টলে পরিদর্শন করেন অতিথিবৃন্দ।