চুয়েটের সাবেক ভিসি ড. শ্যামল বিশ্বাস পরলোকে পেকুয়া প্রতিনিধি

42

চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য, দেশখ্যাত প্রকৌশলি,
শিক্ষাবিদ অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাস গতকাল রবিবার ভোর ৩.৩০টায় যুক্তরাষ্ট্রের পরলোকগমন করেছেন। কক্সবাজারের পেকুয়া উপজেলার বিশ্বাসের পাড়ার মৃত যতিন্দ্র লাল বিশ্বাসের সন্তান তিনি। তিনি ছোট বেলা থকে মেধাবী ছাত্র ছিল। শিক্ষা জীবনে বাঁশখালী নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। পেকুয়া সরকারি মডেল জি.এম.সি ইনস্টিটিউশনে থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন এবং একই বিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এস.এস.সি পরিক্ষায় কুমিল্লা বোর্ড থেকে মেধা তালিকায় ৪র্থ স্থান লাভ করেন, পরবর্তী ঢাকা নটরডেম কলেজ থেকে ঢাকা বোর্ডের মেধা তালিকায় ২য় স্থান লাভ করেন। এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য জাপান চলে যান। অধ্যয়নরত থাকাকালীন সেখান থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি ভারত, আমেরিকার নাম করা বিশ^বিদ্যালয় থেকে বিভিন্ন উচ্চতর ডিগ্রি অর্জন করেত সক্ষম হন। দেশে ফিরে চুয়েট কলেজে অধ্যাপনা ও অবসরের পর ঢাকার ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার পরলোক গমনে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তার বল্যবন্ধু জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কমিউনিটি পুলিশিং পেকুয়া থানা শাখার সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও পেকুয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেন। তিনি আত্মার শান্তি কামনা করেছেন।