চান্দগাঁওয়ে পরিবেশ উন্নয়ন সোসাইটি’র চারা বিতরণ

28

নগরীর চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা পুরাতন চান্দগাঁও এলাকায় বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র উদ্যোগে গতকাল বুধবার ফলদ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপউস’র চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের হেলথ ও স্যানিটারী ইন্সপেক্টর লায়ন আবু তাহের, মো. ইব্রাহিম মুন্না, রাশেদ মাহমুদ পিয়াস, বাপউস’র স্থায়ী সদস্য সুরেশ দাশ, ডা. মিলন বারিক দার, অনুতোষ দত্ত বাবু, লিটন, তমাল, ফারুক, আবদুল কাদের, পঙ্কজ, সুপন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। আবার মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে সব মৌলিক চাহিদা রয়েছে, তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। বিজ্ঞপ্তি