চসিক নির্বাচনে ৫৫ কাউন্সিলর প্রার্থীর বিবৃতি ডা. শাহাদাতসহ গ্রেপ্তার ১৭ বিএনপি নেতার মুক্তি দাবি

22

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি সহ ১৭ নেতাকর্মীর মুক্তির দাবী জানিয়েছেন সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ৪১ ওয়ার্ড ও ১৪ সংরক্ষিত মহিলাসহ ৫৫ জন কাউন্সিলর প্রার্থী। গতকাল মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিদাতারা হলেন সিরাজুল ইসলাম রাশেদ, ইয়াকুব চৌধুরী, মো. ইলিয়াছ, মাহবুবুল আলম, মো. আজম, হাসান লিটন, ইস্কান্দার মির্জা, হাসান চৌধুরী ওসমান, আব্দুস সাত্তার সেলিম, রফিক উদ্দিন চৌধুরী, সোহরাব হোসেন সৌরভ, শামসুল আলম, জাহাঙ্গীর আলম দুলাল, চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী, একেএম সালাউদ্দিন কাউসার লাবু, একেএম আরিফুল ইসলাম ডিউক, ইয়াসিন চৌধুরী আছু, লিয়াকত আলী, আবু মহসিন চৌধুরী, এম এ মালেক, মো. মহসিন, এস এম ফরিদুল আলম, শহীদ মো. চৌধুরী, আবুল হাশেম, মোহাম্মদ সেকান্দর, জামাল উদ্দীন জসিম, মো. সালাউদ্দীন, হাবিবুর রহমান, দিদারুর রহমান লাভু, নুর মো. লেদু, সাদেকুর রহমান রিপন, ইসমাইল বালি, এড. তারিক আহমদ, মো. হারুন, মোহাম্মদ ওসমান, হানিফ সওদাগর, সরফরাজ কাদের রাসেল, মোহাম্মদ হারুন, নুরুল আবছার, মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু, শাহেনেওয়াজ চৌধুরী মিনু, জিন্নাতুন নেছা জিনিয়া, সকিনা বেগম, খালেদা বোরহান, মাহমুদা সুলতানা ঝর্ণা, এড. পারভিন আকতার চৌধুরী, আরজুন নাহার মান্না, জেসমিনা খানম, কামরুন নাহার লিজা, সাহিদা খানম, মনোয়ারা বাবুল, জাহিদা হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি