চবি শিক্ষকের পিএইচডি অর্জন

146

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ নুর হোসাইন ‘বিশ শতকে প্রাচ্যবিদদের ইংরেজি ভাষায় ইসলাম চর্চা’ শিরোনামে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন আরবি বিভাগের প্রফেসর ড. আ স ম আব্দুল মান্নান চৌধুরী। গত ১৭ ডিসেম্বর চবির ৫১৯তম সিন্ডিকেট সভায় এই ডিগ্রির অনুমোদন দেয়া হয়। গবেষক ২০০৯ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন। এমফিল ও পিএইচডি উভয় ডিগ্রির ক্ষেত্রে তিনি চবির গবেষণা বৃত্তি লাভ করেন। এ ছাড়া তিনি একই বিশ্ববিদ্যালয় হতে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম ও থ্রি ফেকাল্টি ফার্স্ট, বিএ (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষাগুলো মেধা তালিকায় স্থান লাভ করেন। ইতোমধ্যে তাঁর একাধিক গবেষণা গ্রন্থ ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহমির পুর গ্রামের মরহুম মুহাম্মদ আবুল কাশেম এবং আমেনা খাতুনের দ্বিতীয় পুত্র। তিনি তাঁর গবেষণা তত্ত্বাধায়ক, শিক্ষকমন্ডলী ও সংশ্লিষ্টদের নিকট কৃতজ্ঞ ও সকলের নিকট দোয়া প্রার্থী। খবর বিজ্ঞপ্তির