চবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

23

 

বিশ্বের অন্যতম সৌন্দর্যমন্ডিত সবুজ আচ্ছাদিত ছায়াঘেরা শাটল ট্রেনের বিশ্ববিদ্যালয় হলো ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’। চবি ক্যাম্পাসে ২০ হাজারেরও অধিক শিক্ষার্থী অধ্যয়নরত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত ফরমপূরণের পদ্ধতি এখনো এনালগ প্রক্রিয়ার জেনে বিস্ময়াভিভূত হচ্ছি! দেশের একটি শীর্ষ ও নামকরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ফরমপূরণের কার্যক্রম সম্পন্ন করতে পরীক্ষার মাত্র ১৫/২০ দিন পূর্বে একজন শিক্ষার্থীকে মূল্যবান ৩/৪ দিন সময় ব্যয় করতে হয় যা একেবারেই অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো চবি’র ফরমপূরণ ও ফি জমাদান সংক্রান্ত যাবতীয় কাজ অনলাইন পদ্ধতিতে সম্পন্ন করার বিষয়ে দ্রæত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাচ্ছি।
মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদেরী
সাবেক শিক্ষার্থী (২০০৭-২০০৮ সেশন),
লোকপ্রশাসন বিভাগ (২৮তম ব্যাচ), চবি।