চবিতে ‘ভার্চুয়াল ল্যাবস’ শীর্ষক অনলাইন ওয়ার্কশপ উদ্বোধন

11

 

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (সিইএমসিএ), নয়াদিল্লী, ভারত এর যৌথ উদ্যোগে ‘ভার্চুয়াল ল্যাবস’ শীর্ষক তিনদিন ব্যাপি (২৩-২৫ আগস্ট) অনলাইন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান ২৩ আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। বিশেষ অতিথির বক্তব্য দেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ভারতের সিইএমসিএ’র পরিচালক প্রফেসর মাধু পারহার এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোস্তফা আজাদ কামাল। স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন, রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন ভারতের অমৃতা বিশ্ব বিদ্যাপিতম-ভ্যালু ভার্চুয়াল ল্যাব এর প্রজেক্ট ম্যানেজার স্যানেশ পি.এফ এবং অনুষ্ঠান সমন্বয় করেন ভারতের সিইএমসিএ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ড. সিফন চ্যাটার্জি। এছাড়া আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক এবং ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী বক্তব্য দেন। সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. সুমন গাঙ্গুলী।
উপ-উপাচার্য বলেন, করোনা মহামারীর এ দুর্যোগে গবেষণা কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে ভার্চুয়াল ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে নিজেদের অধিকতর সক্ষম করে গড়ে তুলতে হলে ভার্চুয়াল ল্যবের মাধ্যমে জ্ঞান-বিজ্ঞানে পারদর্শীতার বিকল্প নাই। পারস্পরিক জ্ঞান-আদান প্রদানের মাধ্যমে নিজেদের জ্ঞানভাÐার সমৃদ্ধ করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় বিজ্ঞান অনুষদ, জীব বিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের শিক্ষক-গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি