চন্দ্রঘোনার মাদক ব্যবসায়ী সুজন ইয়াবাসহ গ্রেফতার

81

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার শীর্ষ মাদক ব্যবসায়ী অনুপম চন্দ্র সুজনকে (৩৬) রাঙ্গুনিয়া থানা পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার সময় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হতে ৪১ পিস ইয়াবাসহ আটক করে। রাঙ্গুনিয়া থানার এসআই সুমন কুমার দে গোপন সংবাদের খবর পেয়ে ফেরিঘাট এলাকায় মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করে। তার নিকট ৪১ পিস ইয়াবা পাওয়া যায়। রাঙ্গুনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং আসামীকে গত ২৩ আগস্ট জেল হাজতে প্রেরণ করা হয়। ইয়াবা ও মাদক স¤্রাট সুজনের গ্রেফতার সংবাদে এলাকায় স্বস্তি ফিরে আসে। জানা যায়, চন্দ্রঘোনার বাবুল চন্দের ছেলে অনুপম চন্দ্র সুজন ও তার ছোট ভাই নয়ন চন্দ্রসহ এলাকায় বিশাল মাদক সিন্ডিকেট গড়ে তুলে দীর্ঘদিন ধরে মাদক যাবতীয় দ্রব্যাদি তথা ইয়াবা, হিরোইন, গাজা, ফেন্সিডিল বিক্রি করে আাসছে। চন্দ্রঘোনা দোভাষী বাজারস্থিত তাদের নিজস্ব মালিকানাধীন ছায়া বোর্ডিয়ে নিরাপদে মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকান্ড দাপটের সাথে চালিয়ে আসছে। সে রাঙ্গুনিয়া ও পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে পাইকারীভাবে ইয়াবা ও মাদক জাতীয় দ্রব্যাদি সাপ্লাই করে থাকে। এছাড়াও চন্দ্রঘোনা ফেরিঘাট, দোভাষী বাজার, লিচুবাগন, মিশন হাসপাতাল এলাকা, কুষ্ঠ হাসপাতাল এলাকা ও বনগ্রামের একাধিক স্পটে তার সিন্ডিকেটের মাধ্যমে মাদক দ্রব্য বিক্রি করে আসছে। এতে এলাকার যুব ও ছাত্র সমাজ দিন দিন আসক্ত হয়ে পড়ছে। চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতাল এলাকার খিয়াং পাড়ার বাসিন্দা মানবাধিকার ও সাংবাদিক নামদারী জৈনক ব্যক্তির সহযোগিতায় বেপরোয়া মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া মাদক সম্রাট সুজনের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে চিরুনী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে, কাউকে ছাড় দেয়া হবে না।