চন্দনাইশ হাশিমপুরে কামাল উদ্দীন চৌধুরীর স্মরণসভা

38

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেছেন, কৃতিমান ব্যক্তিদের মৃত্যু হয়না। তারা তাদের কর্মের গুনে যুগ যুগ ধরে সমাজের কাছে সমাদৃত হয়ে বেঁচে থাকবেন। মানুষের ভাল কর্মগুলো তার ইহকাল ও পরকালের জন্য পাথেয় হয়ে থাকে। সমাজের প্রতিটি বিত্তবান ব্যক্তি যদি সমাজ উন্নয়ন তথা জাতিকে শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান, কর্ম পরিধি বৃদ্ধির জন্য কর্মসংস্থানমূলক কার্যক্রম করে থাকেন তাহলে অবশ্যই সমাজ উন্নয়নের পাশাপাশি দেশ এগিয়ে যাবে। যুব সমাজ শিক্ষিত হলে দেশে অপরাধ প্রবনতা রোধ হবে, দেশ এগিয়ে যাবে। মো. কামাল উদ্দীন চৌধুরী দেশের কল্যানের জন্য এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে এলাকার যুবসমাজকে শিক্ষিত করায় এ এলাকায় বেকার সমস্যা নেই। গত ১ ফেব্রয়ারি হাশিমপুর এমএকেইউ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. কামাল উদ্দীন চৌধুরীর ইছালে সওয়াব উপলক্ষে তার গ্রামের বাড়িতে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা হাশিমপুর সিকদার বাড়ি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। হাশিমপুর সিকদার বাড়ি ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লন্ডন প্রবাসি ডাক্তার জসিম উদ্দীন। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এতে প্রধান আলোচক ছিলেন (অব.) অধ্যাপক মোহাম্মদ হোসেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহামুদুল হাসান, কমরেড মোহাম্মদ মুছা, এড. মো. শওকত হোসেন চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী, মাষ্ঠার আজিজুর রহমান চৌধুরী, প্রধান শিক্ষক নোমান সাদি প্রমুখ।