চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন ধরে চিকিৎসক নেই, রোগীদের ভোগান্তি

15

চন্দনাইশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদের পর দিন থেকে পর পর ৩ দিন কোন চিকিৎসক দায়িত্ব পালন না করায় ফেরত গেছে চিকিৎসা নিতে আসা ভুক্তভোগীরা। গত ২৬ মে থেকে ২৯ মে পর্যন্ত চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কোন চিকিৎসক দায়িত্ব পালন করেন নাই বলে স্থানীয়দের অভিযোগ। এ ব্যাপারে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা শাহীন হোসাইন চৌধুরী বলেছেন, তিনি করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রয়েছে। কর্মরত চিকিৎসকদের উিউটি সিডিউল করার পরও কর্তব্যরত চিকিৎসকেরা না আসায় তিনি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল বন্ধ পান বলে জানান। এ বিষয়টি চট্টগ্রামের সিভিল সার্জেন্টকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা. আয়ুব নবী বলেছেন, তিনি ঈদের পরদিন সকালে ডিউটি করেছেন। তার স্ত্রী অসুস্থ হওয়ায় দু’দিন আসতে পারেন নাই। তাছাড়া ডা. জাহিদ আমিন বলেছেন, তিনি অসুস্থতা বোধ করার কারণে হাসপাতালে আসতে পারেন নাই। এ ব্যাপারে দুজনেই কোন রকম ছুটি নেন নাই বলেও জানান। তাছাড়া ডা. রেশমী বড়ুয়া, ডা. উম্মে সালমা, ডা. কিশোয়া সাদিয়ার মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে চট্টগ্রাম জেলা সিভিল সার্জেন্ট ডা. শেখ ফজলে রাব্বি বলেছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলবেন বলে জানান। তাছাড়া তিনি চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর নিকট থেকেও অভিযোগ পেয়েছেন বলে জানান।