চন্দনাইশ বরুমতি খালের উপর দোকান নির্মাণের অভিযোগ

18

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার বরকল চামুদরিয়া ব্রিজ সংলগ্ন বরুমতি খালের পাড় ও খাল দখল করে দোকান নির্মাণ করতে গেলে স্থানীয়রা থানায় অভিযোগ দায়ের করেন। সম্প্রতি চামুদরিয়া ব্রিজ সংলগ্ন বরুমতি খালের পাড় ও খাল দখল করে দোকান নির্মাণ করছে স্থানীয় জনৈক ওয়ারেজ নবী। সরেজমিনে গিয়ে দেখা যায়, বরুমতি খালের চামুদরিয়া নির্মাণাধীন ব্রিজের পশ্চিম পাশে ওয়ারেজ নবীর দোকান রয়েছে। দোকানের পূর্ব পাশে খালের পাড় দখল করে খালের ভিতরে পিলার দিয়ে আরেকটি দোকান নির্মাণ করছে। স্থানীয়রা জানান, দোকানের পাশর্^বর্তী খালের পাড় দিয়ে ৩০ থেকে ৩৫ পরিবারের লোকজন চলাচল করে থাকে। পাশাপাশি পাশর্^বর্তী বিলে চাষাবাদের জন্য ২ শতাধিক কৃষক যাতায়াত করে থাকে। এ বিলে চাষাবাদের জন্য একটি স্কিম বসে, যেখানে এ খালের পাড় দিয়ে যাতায়াত করতে হয়। দোকানটি নির্মাণ করার কারণে এ সকল পরিবারের লোকজন ও কৃষকেদের চাষাবাদের জন্য পাশর্^বর্তী বিলে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে।
তাছাড়া ব্রিজ নির্মাণের জন্য বিকল্প কাঠের ব্রিজটি ভেঙ্গে ফেলায় ব্রিজ নির্মাণের কাজ শুরু হলে সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে পড়বে। ফলে স্থানীয়রা এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ বরাবের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দিয়েছেন জানিয়ে বলেন, প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পদক্ষেপ নেয়া হবে। এ ব্যাপারে ওয়ারেজ নবী বলেছেন, উল্লেখিত জায়গা তার নিজের এবং তার নামে খতিয়ান রয়েছে।