চন্দনাইশ পি.পি.এস মডেল উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান

158

চন্দনাইশ গাছবাড়িয়া পি.পি.এস মডেল উচ্চ বিদ্যালয়ে গত বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে জে.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান প্রধান শিক্ষক মো. আবুল কালাম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বিদ্যালয়ের প্রাঙ্গন ভি.ডি.পি মো. আহমদুর রহমান, সহকারি প্রধান শিক্ষক বাবু রতন বিকাশ চৌধুরী। সিনিয়র শিক্ষক বাবু মৃদুল কান্তি চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশনেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জুঁই বডুয়া ও ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোন ক্ষেত্রে পরীক্ষা হল মূলায়নের একমাত্র মাধ্যম। দীর্ঘ ৮ বৎসরের শিক্ষা জীবনের মূল্যায়ন হয় জে.এস.সি পরীক্ষার মধ্য দিয়ে। আর জে.এস.সি পরীক্ষা প্রত্যেক শিক্ষার্থীর জীবনের প্রথম ধাপ। এর মধ্য দিয়ে যাত্রা শুরু হয় উচ্চশিক্ষার। সব পরীক্ষারমত এই পরীক্ষাও অনেক পরিবর্তন এনে উন্নত করা হয়েছে। আগের পরীক্ষা পদ্ধতি এখনকার পরীক্ষা পদ্ধতির মাঝে রয়েছে অনেক ফারাক। তাই এখনকার শিক্ষার্থীরা অনেক সৌভাগবান যে তারা সৃজনশীল পদ্ধিতিতে পরীক্ষা দিচ্ছে। এখন আগের তুলনায় পাসের হার বেশী আবার গৌরবান্ধিত জিপিএ ৫ পাওয়ার সংখ্যা ও বেশি। তাই এটা অবশ্যই শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে। অনুষ্ঠানের শেষে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য দোয়া করেন কাঞ্চনপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাও. মো.ওয়াহিদুল ইসলাম।