চন্দনাইশ দোহাজারীতে রেললাইন প্রকল্প পরিদর্শনে রেল সচিব

13

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-দোহাজারী-রামু-কক্সবাজার নতুন সিঙ্গেল ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন রেল মন্ত্রণালয়ের সচিব ড.মো. হুমায়ুন কবীর। গত ২৮ মে দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করে তিনি কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। এসময় তিনি কাজের অগ্রগতি ও মান যাচাই করেন। রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর বলেছেন, যে সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে তার তুলনায় কাজ একটু পিছিয়ে রয়েছে। ফলে কাজের অগ্রগতি সরেজমিনে দেখার জন্য গত পাঁচ মাসে দুইবার পরিদর্শনে আসেন। এ প্রকল্প যাতে আগামী ২০২৩ সালের জুনের আগে কাজ শেষ হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগিদ দিয়ে যাচ্ছেন। তার মতে ইতোমধ্যে কাজের অগ্রগতি ৭০ ভাগ সম্পন্ন হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হবে। পরিদর্শন শেষে ঠিকাদার ও রেলওয়ে কর্তৃপক্ষের সাথে বৈঠকে মিলিত হন তিনি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ মাহবুবুল হক, প্রকল্প পরিচালক মফিজুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।