চন্দনাইশ থানা পুলিশের সম্প্রীতি সম্মেলন

8

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ পৌরসভা বিট পুলিশিং কমিটির আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্মেলন শীর্ষক এক আলোচনা সভা গত ২৫ অক্টোবর পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহফুজা জেরিন, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের আহবায়ক এম কায়সার উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা লীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া, পৌর কাউন্সিলর যথাক্রমে লোকমান হাকিম, মোজাম্মেল হক চৌধুরী, মাসুদুর রহমান, মহিলা কাউন্সিলর শিরিন আক্তার, হোছনেয়ারা বেগম, কহিনুর আক্তার, বেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর কাউন্সিলর মোরশেদুল আলম। এসময় বক্তারা বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করেছে। সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধে যেকোনো মূল্যে বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে। চন্দনাইশে এধরনের ঘটনা না হওয়ায় চন্দনাইশবাসীর নিকট কৃতজ্ঞা প্রকাশ করেছেন পুলিশ প্রশাসন। সেই সাথে সাধারণ মানুষের সহযোগীতা, সহমর্মিতা, সম্প্রীতি বজায় রেখে পরবর্তী ধর্মীয় অনুষ্ঠানগুলোও যথাযতভাবে পালিত হয়েছে। চন্দনাইশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা হিসেবে পরিচিত।