চন্দনাইশ খানদীঘি হাইস্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ

7

 

চন্দনাইশের খানদীঘি হাইস্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের বিদায় ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আবু আহমেদ জুনুর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, চন্দনাইশের খ্যাতিমান সমাজহৈতেষী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম আবদুল ওয়াহেদ মাষ্টারের অমর কীর্তি খানদিঘী হাই স্কুল। তিনি জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে একটি হাই স্কুল ও একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছেন। যা বিরল ঘটনা। সংবর্ধিত অতিথি নবনির্মিত জেলা পরিষদ সদস্য আবু আহমেদ চৌধুরী জুনু খানদিঘী স্কুলকে চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি আহবান জানান। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিবলীর সভাপতিত্বে বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সদস্য জাকের হোসেন চৌধুরী, বেলাল হোসেন মিঠু, চৌধুরী আমীর মোঃ সাইফুদ্দিন, শেখ হেলাল, আবদুল ওয়াদুদ ও সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী। বিকাশ দে’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা কামাল উদ্দিন।
বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর লোকমান হাকিম, আবদুর রহিম, নুরুল ইসলাম রানা, মোঃ নাজিম উদ্দিন, আবদুল মতলব, আকতার হোসেন, তমিজ উদ্দিন, নাজিম ফোরকান, মোহাম্মদ সরওয়ার হোসেন, আবদুল গাফ্ফার সুমন, সেলিম উদ্দিন, সাদ্দাম হোসেন টিপু, ইলিয়াছ চৌধুরী বাবর ও আরিফুল ইসলাম চৌধুরী, মোঃ হোসেন, রাকিব প্রমুখ। বিজ্ঞপ্তি