চন্দনাইশ আ.লীগের সম্পাদকের দায়ের করা মামলায় অব্যাহতি পেলেন ৮ জন

47

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু’র দায়ের করা মামলায় উপজেলা আ.লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরসহ ৮ জন আসামি অব্যাহতি পেয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে এ আদেশ দেয়া হয়। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর’১৭ বিকালে চন্দনাইশ সদরস্থ শাহ আমি পার্কে সন্ত্রাস বিরোধী আ.লীগের সমাবেশে তাদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরীসহ ২০ জনের অধিক নেতা-কর্মী আহত হয়। এ ব্যাপারে সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু বাদী হয়ে উপজেলা আ.লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও ৫ যুবলীগ নেতাকে আসামি করে ২৭ অক্টোবর’১৭ চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন। সে মামলা দীর্ঘ ২ বছর পর পুলিশ চূড়ান্ত রিপোর্ট আদালতে দাখিল করেন। গত ২৪ ফেব্রুয়ারি আদালত চুড়ান্ত রিপোর্ট গ্রহণ করে উপজেলা আ.লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, যুবলীগ নেতা যথাক্রমে মো. ইয়াছিন আরাফাত চৌধুরী, আমির মো. সাইফুদ্দিন, মো. শওকত, মো. ইউনুছ, মো. মামুন, সন্দিগ্ধ গ্রেপ্তারকৃত মো. রিয়াজ, মো. রিপনকে মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করেন।