চন্দনাইশে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

35

চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম সেবা বলেছেন, লন্ডনে মেট্রো এলাকায় সেবা প্রদানের জন্য বিট পুলিশিং ব্যবস্থা চালু রয়েছে। তার আদলে বাংলাদেশের মেট্রো ও পৌর এলাকায় বিট পুলিশিং কার্যক্রম চালু করা হচ্ছে। এখানে সাধারণ মানুষ তাদের ছোট খাট সমস্যার সমাধান পাবেন। তবে বিট পুলিশিং কোনভাবেই থানার বিকল্প ব্যবস্থা নয়। তিনি সবাইকে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানান। করোনা ভাইরাস চলাকালে সম্মুখ যোদ্ধা হিসেবে সারা বাংলাদেশে ৪৪ জন পুলিশ মারা যায়। সেসাথে ডাক্তার, সাংবাদিক ভাইও মারা গেছেন। তিনি তাদের মাগফেরাত কামনা করেন। গত ৯ জুলাই বিকেলে চন্দনাইশ পৌরসভার খানহাটে বিট পুলিশিং কার্যালয়-১ এর উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরাজুল হক টুটুল, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা) মফিজ উদ্দীন, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, চেয়ারম্যান আলমগীর ইসলাম চৌধুরী, কাউন্সিলর খোরশেদুল আলম সবুজ প্রমুখ।