চন্দনাইশে জরিমানা আদায় করেও বন্ধ করা যাচ্ছে না মাটি কাটা

6

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার উত্তর জামিজুরী সাতছড়ি খালের পাশে আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জরিমানা আদায় করা স্বত্ত্বেও থামানো যচ্ছে না পাহাড় ও টিলার মাটি কাটা। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পাহাড়-টিলা কাটা নিষিদ্ধ ও শাস্তিমূলক অপরাধ হলেও কোনভাবে বন্ধ হচ্ছে না পাহাড়-টিলা কাটা। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পরিবেশ আইন লঙ্ঘন করে অসাধু চক্র প্রাকৃতিক সম্পদ টিলা কেটে বিক্রি করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে অনেকে। আদর্শগ্রাম সংলগ্ন চারপাশে পাহাড়বেষ্টিত মাঝখানে জলধার সৃষ্টি করে কৌশলে কয়েক বছর মাছ চাষ করে প্রজেক্ট সৃষ্টি করে প্রভাবশালী মহল।
বিশেষ করে খালের উপরের অংশে বাঁধ নির্মাণ করে গভীর রাতে মাটি বহনকারী গাড়িগুলোর শব্দে এলাকাবাসীর ঘুম হারাম হয়ে যায় বলে অভিযোগ করেন এলাকাবাসী। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কয়েক দফা অর্থদÐ করে ও বন্ধ করা যচ্ছে না পাহাড়ের টিলার মাটি কাটা। অব্যাহত টিলা কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট ও পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে। ধ্বংস হচ্ছে পাহাড়ের সবুজ বনাঞ্চল। আবাসস্থল হারাচ্ছে বন্যপ্রাণী। অতিবর্ষণে ভূমি ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন পরিবেশবিদরা। হাতি, বাঘ, হরিণ, বানরসহ নানা প্রজাতির বন্যপ্রাণী লোকালয়ে বেরিয়ে প্রাণ হারাচ্ছে এবং সাধারণ মানুষ উদ্বেগ-আতংকে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেছেন, মোবাইল কোর্ট পরিচালনা করার পর কয়েকদিন মাটি কাটা বন্ধ রাখলেও অসাধু চক্রটি পুনরায় টিলা কাটা শুরু করে দেয়। পাহাড়ের টিলা কাটা রোধে প্রশাসন আগামীতে অর্থদÐ নয়, মামলা দিয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।