চন্দনাইশে ছিনতাই মামলার আসামিসহ আটক ৮

3

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে সাতবাড়ীয়া এলাকায় ছিনতাইয়ের মালামালয় ১ আসামি ও সাজাপ্রাপ্ত ১ আসামিসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। গত ২৫ মে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানমূলে সাতবাড়ীয়া মৃত মকতুল হোসেনের ছেলে নিয়াজুর রহমান, হাশিমপুরের গুর কিশোর বড়ুয়ার ছেলে জগৎ বড়ুয়া, দোহাজারীর খায়ের আহমদের ছেলে মো. আবু রাহান এবং মো. হাসান, মৃত আলী আহমদের ছেলে খায়ের আহমদকে আটক করে। অপরদিকে গত ২৪ মে ভোররাতে সাতবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত কেশুয়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. সাদেক, গ্রেফতারী পরোয়ানামূলে দোহাজারীর লোকমানের ছেলে মো. মাইকেলকে আটক করে। অপরদিকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত পূর্ব সাতবাড়ীয়া মৃত হাফেজ আহমদের ছেলে আতিকুর রহমান প্রকাশ মুহিদ (২৭) কে আটক করে। জানা যায়, গত ১৩ মে ভোরে সাতবাড়ীয়া মাওলানা আবদুল হালিম রশিদের ছেলে প্রবাসী হাবিবুর রহমান তাদের বাড়ী থেকে প¦ার্শবর্তী জাফরাবাদে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সাতবাড়ীয়া আশরাফ মুুহুরীহাট এলাকায় ছিনতাইয়ের স্বীকার হয়। এসময় ছিনতাইকারীরা হাবিবের গতিরোধ করিয়া তার নিকট থাকা নগদ ৫ লক্ষ টাকা, ৭০ হাজার টাকা মূল্যে একটি, ৪৫ হাজার টাকা মূল্যের ২টি মোবাইল সেট, ১টি পার্সপোট, ১টি আরব আমিরাতে আইডি কার্ড ছিনিয়ে নেয়। এ ব্যাপারে হাবিবুর রহমান বাদী হয়ে ৩জন কে আসামি করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সূত্রে চন্দনাইশ থানার এসআই উপন বড়ুয়া তথ্য প্রযুক্তি মাধ্যমে গত ২৩ মে দিবাগত রাতে গাছবাড়ীয়া বটতল এলাকা থেকে আসামি পূর্ব সাতবাড়ীয়ার আতিকুর রহমানকে আটক করে। তার নিকট থেকে নগদ ১ লক্ষ ৯৫ হাজার টাকা, ২টি মোবাইল সেট, ১টি হাবিবুর রহমানের পাসর্পোট, ১টি আরব আমিরাতে আইডি কার্ড উদ্ধার করে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই উপন বড়ুয়া। বাকি ৩ লক্ষ ২নং আসামি আবদুর রশীদের নিকট রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তার নিকট স্বীকার করেছেন এ আসামী। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।