চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

20

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ হাশিমপুর খান বটতল সংলগ্ন এলাকায় প্রভাবশালী মহল সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ হাশিমপুর খান বটতল সংলগ্ন এলাকায় প্রভাবশালী মহল সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে এক তলা বিশিষ্ট টিনসেট পাকা ঘর নির্মাণ করেছে। তাছাড়া সড়কের পাশ ঘেসে টিনের ঘেরা দিয়ে রাখায় যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে স্থানীয়দের মধ্যে আবদুল মান্নান ও আবদুল আজিজ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবরে গত ২৬ জুলাই লিখিতভাবে অভিযোগ করেন। নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, বিষয়টি তদন্তের জন্য তহসিলদার মোখতাদির মাওলাকে দায়িত্ব দিয়েছেন বলে জানিয়েছেন। তহসিলদার সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেয়ার পর আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান। এদিকে তহসিলদার মোখতাদির মাওলা নির্বাহী প্রকৌশলীর নির্দেশ পেয়ে চলতি গত ৩ সেপ্টম্বর সরেজমিনে পরিদর্শন করে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ দখলকারীদের নোটিশ দিয়ে অফিসে ডেকে উচ্ছেদের পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এভাবে সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে পাকা ঘর তথা স্থাপনা করে দখল করার ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আবেদনকারীরা।