চন্দনাইশে করোনা উপসর্গ ৪ জনের মৃত্যু হয়েছে

37

চন্দনাইশ উপজেলায় নতুনভাবে করোনা উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু ঘটেছে। গত ১২ জুন সকালে সাতবাড়িয়া মাষ্টার বাড়ির নজরুল ইসলাম (৪৮) করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে নগরীর একুশে হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে রেখে যান। গত ১২ জুন বাদে জোহর স্থানীয় জামে মসজিদ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরদিকে পাঠানদন্ডী চৌধুরীর বাড়ির মো. ফেরদৌস আলম চৌধুরী (৬৭) করোনা উপস্বর্গ নিয়ে গত ১২ জুন সন্ধ্যায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে রেখে যান। গত ১২ জুন দিবাগত রাত সাড়ে ১২ টার সময় স্থানীয় জামে মসজিদ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স কৃষ্ণা বড়ুয়ার স্বামী স্বপন বড়ুয়া (৪২) করোনা রোগে আকান্ত হয়ে সার্জিকোপে গত ১২ জুন সকাল ৮ টায় পরলোক গমন করে। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে রেখে যান। গত ১২ জুন বিকালে নগরীর চান্দগাঁও এলাকায় শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। গত ১০ জুন রাতে করোনো পজেটিভ রিপোর্ট নিয়ে রসূলাবাদের আবিদা বেগম (৬৫) মৃত্যুবরণ করেন। তিনি স্বামী, ১ ছেলে, ৩ মেয়ে রেখে যান। গত ১০ জুন রাতে স্থানীয় জামে মসজিদ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।