চন্দনাইশে ইমাম আ’লা হযরত কনফারেন্স

20

আহলে সুন্নাত ওয়াল জমা’আত কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, ইসলামী চিন্তাবিদ স.উ.ম আবদুস সামাদ বলেছেন, ১’শ ২০ বছর আগে আ’লা হযরত ইমাম আহমদ রেযা ফাজেলে বেরলভী (রা:) বর্তমান ওয়াবি, শিয়াসহ অনেক ফেরকা সম্পর্কে জেনেছিলেন বলেই বেশ কয়েকটি কিতাব লিখে গেছেন। এমন কিছু কিতাব লিখে গেছেন যা এখনো অনেকে সঠিকভাবে অনুবাদ ও অনুধাবন করতে পারেনি। গত ১৬ অক্টোবর বাদে জুমা থেকে বাদে এশা পর্যন্ত হিজরীর ১৪শ শতাব্দীর মুজাদ্দিদ কলম স¤্রাট এবং বিশ্ব ব্যাপী ইসলামের মূলধারা প্রচার প্রসারে আ’লা হযরত ইমাম আহমদ রেযা ফাজেলে বেরলভী (রা:) কনফারেন্স’২০ অনুষ্ঠিত হয়। চন্দনাইশ সদরস্থ জোয়ারা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে কনফারেন্সের উদ্বোধন করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই ইন্টারন্যাশনাল সিটির সভাপতি ফারুক বাহাদুর। চন্দনাইশ পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি, অনেক ইসলামী গ্রন্থপ্রণেতা, অধ্যক্ষ মাও. আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি চিন্তাবিদ, আহ্লে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য স.উ.ম আব্দুস সামাদ। প্রধান আলোচক ছিলেন মাওলানা হামেদ রেজা নঈমী। আলোচক ছিলেন মাহদী গালিব, ভাইস চেয়ারম্যান মাওলানা. সোলাইমান ফারুকী, মেজবাহ উদ্দীন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, মাওলানা আবু তালেব ও মাওলানা মাহবুবুর রহমান। ব্যবস্থাপনায় ছিলেন আ’লা হযরত ওয়েলফেয়ার এসোসিয়েশন চন্দনাইশ পৌরসভা।