চন্দনাইশের শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বই উৎসবের প্রস্তুতি

79

সপ্তাহ পেরুলেই নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে মেতে উঠার অপেক্ষায় চন্দনাইশের শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে নতুন পাঠ্যবই। নতুন বইয়ের সুবাসে মেতে উঠবে শিক্ষার্থী ও অভিভাবকেরা। বাঁধ ভাঙা উচ্ছ¡াসের আনন্দ ছুঁয়ে যাবে তাদের হৃদয়। ফলে সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রের ইতিবাচক প্রভাব লক্ষণীয়।বাংলাদেশে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কর্মসূচি প্রশংসিত ইউনেস্কোতে। শিক্ষার্থীদের লালিত স্বপ্নের সিঁড়ি বেয়ে শিক্ষা জীবনের শুরুতেই এ আনন্দ উৎসবের ছোঁয়া কোটি কোটি শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকসহ দেশবাসী আনন্দিত। ইতোমধ্যে যথাযথ কর্তৃপক্ষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে বরাদ্দ প্রাপ্ত শতভাগ পাঠ্যবই পৌঁছে দিয়েছেন। ফলে ভর করছে শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের আমেজ। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হবে অন্য রকম এক আবহ। চন্দনাইশ উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৯১টি সরকারি, ৩০টি কিন্ডার গার্টেনসহ ১শ ২৬টি বিদ্যালয়ে ২৫ হাজার শিক্ষার্থীদের হাতে ১ লক্ষ ৪৬ হাজার ৪০টি নতুন বই ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সহকারি শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন। অপরদিকে, মাধ্যমিক পর্যায়ে ২৮টি উচ্চ বিদ্যালয় ১৬টি মাদরাসাসহ ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থীর হাতে ৪ লক্ষ ১৫ হাজারের অধিক নতুন পাঠ্যবই বিতরণ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা। জানা যায়, সোয়া চার কোটি মানুষ বসবাস করে পৃথিবীতে এমন দেশের সংখ্যা খুব বেশি নয়। অস্ট্রেলিয়ার মতো বিশাল দেশে জনসংখ্যা আড়াই কোটির অধিক। অতি আনন্দের কথা হলো, অস্ট্রেলিয়ার তুলনায় অতি ক্ষুদ্র এ বাংলাদেশে ২০২০সালে ১ জানুয়ারি তথা নতুন বছরের প্রথম দিনে চার কোটিরও বেশি শিক্ষার্থীর হাতে যাবে নতুন পাঠ্যবই। আমাদের দেশে শুধু প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত যত শিক্ষার্থী আছে, তাদের সংখ্যাই বিশ্বের বহু দেশের মোট জনসংখ্যার চেয়েও অনেক বেশি। এসব শিক্ষার্থীদের শিক্ষা-দীক্ষায় সরকারি সুবিধা নিশ্চিত করা সহজ বিষয় নয়। শিক্ষান্বেষী চার কোটির অধিক শিক্ষার্থী নতুন বইয়ের সুবাসে বছরের প্রথম দিন বিভোর হবে। নতুন দিনের এক স্বপ্নের হাতছানিতে এগিয়ে যাবে। এত শিক্ষার্থীর হাতে এক সঙ্গে বই তুলে দেওয়া নিঃসন্দেহে এক মহাযজ্ঞ।
সরকারের পক্ষ থেকে এটিকে বই উৎসব বলা হচ্ছে। ইতোমধ্যে নতুন পাঠ্যবই মাঠপর্যায়ে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানা যায়। ২০২০ সালের জন্য প্রাক্-প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত ৪ কোটি ২ লাখ ৭২২ জন শিক্ষার্থীর জন্য মোট ৩৫ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ১শ ৯৭টি বই দেয়া হচ্ছে। বই উৎসবের দিন যারা নতুন বই হাতে পায়, তারা মহা আনন্দে হাসতে হাসতে বাড়ি ফিরে। ২০১৯ সালে ৪ কোট ২৬ লক্ষ ১৯ হাজার ৮শ ৬৫ জন শিক্ষার্থীর জন বই বিতরণ করা হয়েছিল ৩৫ কোটি ২২ লাখের অধিক বই।