চন্দনাইশের গাছবাড়ীয়া মডেল স্কুলের সহকারি শিক্ষিকার বিদায় সংবর্ধনা

49

চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সাইদা আকতার এর অবসরজনিত বিদায় সংবর্ধনা সভা বিদ্যালয়ের সাহিত্যিক আহমদ ছফা মিলনায়তনে গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর (ভারপ্রাপ্ত) মো. আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন হীরা লাল ধর, পরেশ চন্দ্র ধর, অভিভাবক সদস্য যথাক্রমে আইনুল হুদা চৌধুরী, শারমিন সুলতানা ও মো. কমরুদ্দিন।
সহকারি শিক্ষক মো. নুরুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. জাকের হোসাইন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষিকা জোবাইদা নাছরিন, মো. কামাল উদ্দিন, মাসুমা নিশাত, শিক্ষার্থী যথাক্রমে তানজিমুল হোসাইন জামি, সামিহা রাইচা, কৃষ্ণাণ সাহা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মিসেস সাইদা আকতার প্রথম যোগদানের পর থেকে দীর্ঘ ৩৭ বছর এ বিদ্যালয়ে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করছেন, তা শিক্ষকতা জীবনে অনেকের জন্য বিরল সম্মানের বিষয়।

চন্দনাইশ জোয়ারা ইসলামিয়া
ফাজিল মাদ্রাসার বার্ষিক সভা

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলা সদরস্থ জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৬২তম বার্ষিক সভা মাদ্রাসা মাঠে গত ১৫ মার্চ অনুষ্ঠিত হয়েছে। সকালে খতমে কোরান, খতমে গাউছিয়া, মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক অধিবেশনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হাসান ছিদ্দিক, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী ও গাউছিয়া জেলা কমিটির সভাপতি কমরুদ্দিন সবুর। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা আমিনুল রহমান। তকরির করেন অধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।