চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচন

96

চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ২০ মার্চ চট্টগ্রাম-৮ আসনে আসন্ন উপ-নির্বাচনে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এসময় চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক) আসনের উপ-নির্বাচনে রাজধানীর ধানমÐিস্থ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমপি’র রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিল্পপতি সুকুমার চৌধুরী। ২০ মার্চ দুপুরে মনোনয়ন ফরম গ্রহণকালে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজেশ পালিত, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক অপু ভট্টাচার্য্য, যুবলীগ সংগঠক অমিত চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুণ লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজীব কান্তি দে, মোহাম্মদ আবুল খায়ের, অনুপম দাশ ও সজীব দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি