চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অপ্রয়োজনীয় গতিরোধক

23

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অপ্রয়োজনীয় এলাকায় গতিরোধক (র‌্যাম্বল স্ট্রিপ) থাকলেও প্রয়োজনীয় স্থানে না থাকায় ভোক্তভুগীরা ক্ষোভ প্রকাশ করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দোহাজারী সদর এলাকা ছেড়ে এসে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স, দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোহাজারী উচ্চ বিদ্যালয়, দোহাজারী কিন্ডার গার্টেন স্কুলসহ ৪টি প্রতিষ্ঠান থাকলেও সেখানে নেই কোন ফুটওভার ব্রিজ বা গতিরোধক (র‌্যাম্বল স্ট্রিপ)। এ সকল প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, রোগী, রোগীর স্বজনেরা যাতায়াত করতে যে কোন সময় দুর্ঘটনার শিকার হতে পারে এমন মন্তব্য করেছেন স্থানীয়রা। চরম ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করতে হয় প্রতিদিন। প্রায় সময় দ্রæতগামী যানবাহনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়ে আহত হচ্ছে শিক্ষার্থীসহ সাধারণ যাতায়াতকারীরা। দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কমিউনিটি সেন্টারে বিভিন্ন সামজিক অনুষ্ঠানে আসা লোকজন উদ্বেগ প্রকাশ করে বলেছেন, একটু অমনোযোগী বা অসতর্ক হলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এতে মুহূর্তেও মধ্যে আনন্দ বিষাদে পরিণত হতে পারে। দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ বলেছেন, বিদ্যালয়ের ১১’শ শিশু শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে শিক্ষক এবং অভিভাবকেরা উদ্বিগ্ন। সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ বলেছেন, বিদ্যালয়ের সামনে গতিরোধক (র‌্যাম্বল স্ট্রিপ) স্থাপনের দাবি জানিয়ে আসছেন অনেকদিন থেকে। তারা বলছেন, মহাসড়কে গতিরোধক নির্মাণ বেআইনি। অথচ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ’র বাড়ির সামনে যোগেন্দ্র-মাধুরী সিংহ শাখা সড়কে কোন রকম শিক্ষা প্রতিষ্ঠান বা ঝুঁকির বিষয় না থাকলেও সেখানে ২ দফায় ১০টি এবং একটু আগে ভাইয়ের দিঘীর পাড় সংলগ্ন এলাকায় আরোও ১টি স্থানে ৫টি করে গতিরোধক (র‌্যাম্বল স্ট্রিপ) স্থাপন করা হয়েছে। অথচ সেখানে মুরগি ফার্মের গন্ধে যাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠেন। তাছাড়া গাছবাড়িয়া উচ্চ বিদ্যালয়, গাছবাড়িয়া সরকারি কলেজ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল গেইট, মোজাফ্ফরাবাদ, কমলমুন্সি হাট সংলগ্ন কৃষি উচ্চ বিদ্যালয়, বাইপাস সড়কের সড়ক ক্রসিংয়ের ৩টি স্থানে, আকবর শাহ মাজার সংলগ্ন এলাকাসহ বিভিন্ন এলাকায় গতিরোধক (র‌্যাম্বল স্ট্রিপ) স্থাপন করা হয়েছে। অথচ মহাসড়কে গতিরোধক (র‌্যাম্বল স্ট্রিপ) স্থাপনের বিধি নিষেধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কিন্তু সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহের বাড়ির সামনের সড়কে কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বা জনবহুল কিছু না থাকার পরও তার ক্ষমতা বলে ২ দফায় ১০ টি গতিরোধক (র‌্যাম্বল স্ট্রিপ) স্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।