‘ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষে কাজ করছে সরকার’

42

দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রত্যন্ত এলাকার লোকজনের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে আয়োজনে দীঘিনালা উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের সামনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধী পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের পরিবারদের মাঝে সোলার হোস সিস্টেম বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব সোলার প্যানেল বিতরণ করেন। বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য উন্নয়ন বোর্ড প্রকল্প পরিচালক যুগ্মসচিব মো. হারুনর রশীদ, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. কাশেম প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুর এমপি বলেন, প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া লক্ষে যেসব দূর্গম এলাকায় বিদ্যুৎ পৌছে দিতে সময় লাগবে সেসব এলাকায় সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ পৌছে দিচ্ছে। তিনি আরো বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্যঞ্চলের ভাগ্য উন্নয়নের কাজ করছে যার স্বপ্ন দেখছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পার্বত্য অঞ্চলে পাহাড়ী বাঙ্গালি শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে হবে। আলোচনা সভাশেষে বোয়ালখালী ইউনিয়নের দূর্গম এলাকার ২শত ৫১ পরিবারকে সোলার সিস্টেম বিতরন করা হয়।