গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়ে স্কলারশীপ প্রদান

17

লোহাগাড়ার কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশীপ’ প্রদান অনুষ্ঠান গত ৮ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশীপের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবসরপ্রাপ্ত প্রফেসর ড. দীপক কান্তি দাশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লিয়া গ্রæপের চেয়ারম্যান নুরুল হক চৌধুরী, লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশীপের আহবায়ক ও ইউপি সদস্য মৃণাল কান্তি মিলন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিহির কান্তি সেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ধূর্জ্জটি প্রসাদ দাশ, সহকারী প্রধান শিক্ষক মাস্টার মো. ইব্রাহীম, সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হারুনুর রশিদ, ইউপি সদস্য মো. বাবুল।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার মেধা তালিকায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা হলো- অর্পিতা দাশ অপি, সুমাইয়া সুলতানা লিজা, মো. আদনান, হৃত্তিকা দে, সুস্মিতা সুশীল। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সনদপত্র, আর্থিক প্রণোদনা ও সম্মাননা স্মারক বিতরণ করেন। বিজ্ঞপ্তি