গৃহবধূ রিনার খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন

56

নগরের বায়েজিদ থানার হাজীরপুল এলাকার গৃহবধূ সাজেদা বেগম রিনার খুনি আতাউর রহমান বাবুলের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্বজনরা। গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে রিনার স্বজন ছাড়াও তার পৈতৃক নিবাস চান্দগাঁও থানার শমসেরপাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রিনা শমসের পাড়ার মৃত মো. হাসেমের মেয়ে।
স্বজনরা অভিযোগ করে বলেন, সাজেদা বেগম রিনাকে স্বামী আতাউর রহমান বাবুল পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে বাসার ভেন্টিলেটরের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে প্রচার করে। বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক রিনার ঘাতক স্বামীর ফাঁসির দাবি জানান। এ সময় রিনার বড় ভাই সরোয়ার আলম, চাচাত ভাই গোলাম মোস্তফা, গিয়াস উদ্দিন তালুকদার ও ভাগনি সামিরা জামান সামিয়া বক্তব্য দেন।
গত ২৯ আগস্ট ভেন্টিলেটরের সঙ্গে ঝুলানো অবস্থায় রিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বড় ভাই বাদি হয়ে বায়েজিদ থানায় মামলা দায়ের করলে পুলিশ বাবুলকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে। বর্তমানে বাবুল কারাগারে আছেন। বিজ্ঞপ্তি